গফরগাঁওয়ে পাগলা থানায় জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা ও জখম
Share on:
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীসহ পারিবারের লোকজনদের রক্তাক্ত জখম করেছে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক ঝগড়ার জেরে হামলা ও হত্যার চেষ্টা করে। পরিবারটি গুরুতর জখম হয়। পরিবারের এক সদস্যের (আইনের শিক্ষার্থী) ভাষ্যমতে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তদের বাড়িঘরে আক্রমণ করে। প্রতিবাদ করতে গেলে তাদের অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ কথা বলে এবং আক্রমণ করে মাথায় আঘাত করে। পরের পরিবারের অন্য সদস্যদের ওপর আক্রমণ করে।
পরবর্তীসময়ে বিবাদমান বিষয় নিয়ে পুনরায় বাড়ি-ঘরের উপর আক্রমণ করে এবং ঘরের স্তম্ভের সংলগ্ন ইট খুলে ফেলে ঘরকে ক্ষতিগ্রস্ত করে। পরিবারটি প্রতিহত করতে অবস্থান নিলে তাদের উপর আক্রমণ করে এবং পরিবারের মা ও বাবা উভয় আহত হয় এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়। তাদের গুরুতর আক্রমণ থেকে কোনো ক্রমে নিজেদের জীবন রক্ষা করে।
বর্তমানে পরিবারটির গফরগাঁও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এরই মধ্যে তাদের বাড়ি থেকে বিতাড়িত করার এবং হত্যা করার হুমকি প্রদান করছে প্রতিপক্ষ দলের লোকজন। নিরাপত্তাহীরতায় ও পুনরায় আক্রমণের আশঙ্কায় দিন পাড় করছে।
পাগলা থানায় পুলিশের কাছে অভিযোগ করেলেও কোন আইনগত সাহায্য-সহযোগিতা পায়নি। নিরাপত্তার শঙ্কায়,জান-মালের বাঁচাতে দেশবাসী ও নিরাপওা বাহিনীর কাছে সাহায্য চেয়েছে।
সোহাগ মাহমুদ