tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৫ অগাস্ট ২০২৪, ১৪:৪৫ পিএম

থানায় লুট হওয়া ৫৩৪ অস্ত্র, ১০ হাজার গুলি উদ্ধার


police-1-202312271436101-20240514160732-20240811214254-20240815140809

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯ টিয়ার গ্যাস সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টির কার্যক্রম শুরু হয়েছে।

এনএইচ