জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী
Share on:
ভারত আয়োজিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সম্মেলনে অংশ নিয়েছেন।
গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দীর্ঘদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের নিয়ে কোনো আয়োজনে অংশ নিলেন।
সম্মেলনে সবকটি জি-২০ সদস্য দেশ, আফ্রিকান ইউনিয়ন ছাড়াও ৯টি অতিথি দেশ এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
নয়াদিল্লিতে গত সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা দিয়েছিলেন যে, ভারতের জি-২০ সভাপতিত্ব শেষ হওয়ার আগে একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করবে তার দেশ।
ভার্চুয়াল সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মসহ বিভিন্ন জি-২০ সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ভারত ৩০ নভেম্বর পর্যন্ত জি-২০ এর সভাপতির দায়িত্বে রয়েছে। এরপর ২০২৪ সালে জি-২০-র সভাপতিত্বে থাকবে ব্রাজিল।
এমএইচ