tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৪, ১৭:২১ পিএম

আইপিএল উন্মাদনা : এক বৃদ্ধের হাতে প্রাণ গেল আরেক বৃদ্ধের


ipl2-20240413171610

আইপিএল জ্বরে কাঁপছে ভারত। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় এই ক্রিকেট লিগটি ঘিরে দেশটিতে উন্মাদনা কোন পর্যায়ে যেতে পারে তার উদাহরণ হয়ে থাকল ভারতের মহারাষ্টের একটি গ্রাম।


আইপিএলের একটি ম্যাচ দেখার সময় একটি দলকে কটাক্ষের জেরে খুন হতে হলো এক বৃদ্ধকে। যার হাতে খুন হয়েছেন তিনিও প্রায় সমবয়সী। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নিরুপদ্রব এক গ্রামে এ রকম একটি ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, অতীতে কোনো দিন সেখানে এ রকম হয়নি।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গ্রাম হনমন্তওয়াড়িতে। কোলহাপুর থেকেও বেশ অনেকটা দূরে এই গ্রাম থেকে কেউ কোনো দিন ক্রিকেটার হননি। মাঠে গিয়ে খেলাও দেখেছেন হাতেগোনা কয়েকজন। কিন্তু আইপিএল নিয়ে সেই গ্রামেও উৎসাহ চরম। অনেকেই অ্যাপের সাহায্যে জুয়া খেলে টাকা পেয়েছেন। তাতে আগ্রহ আরও বেড়েছে। তা ছাড়া, এমনিতে শান্তিপূর্ণ জীবনই কাটান বাসিন্দারা, যারা মূলত কৃষক।

গত ২৭ মার্চ খেলা ছিল হায়দরাবাদ বনাম মুম্বাইয়ের। সেই ম্যাচে হায়দরাবাদ ২৭৭ রান তোলে, যা আইপিএলে সর্বোচ্চ। রান তাড়া করতে নেমে শুরুতেই মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে সাজঘরে ফিরে যান। নিজের ঘরে বসে বন্ধু ৬৫ বছরের বন্দোপন্থ তিবিলেকে নিয়ে খেলা দেখছিলেন ৭০ বছরের বলবন্ত ঝাঁজগে। রোহিত আউট হওয়ার পর তিবিলে মজা করে বলেছিলেন, মুম্বাই হারবে। জানতেন না, সেটাই তার জীবনের শেষ কথা।

img-20240411-165148-1-20240413171450
আইপিএল নিয়ে দ্বন্দ্বে নিহত তিবিলের স্মরণে পোস্টার।

শোনামাত্রই ঝাঁজগে রেগে যান। হঠাৎ কেন তিনি রেগে যান, তার কারণ জানা যায়নি। মনে করা হচ্ছে, ঝাঁজগে হার্দিক পান্ডিয়ার ভক্ত। ‘মুম্বাই হারবে’ এই মন্তব্য তিনি মেনে নিতে পারেননি। তর্কাতর্কি একটা পর্যায়ে গড়ায় হাতাহাতিতে। এরপর তিবিলেকে তিনি বাঁশ দিয়ে আঘাত করেন। তিবিলে যখন গুরুতর আহত, তখন ঝাঁজগের ছেলে তার মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তিবিলেকে। তবে শেষ রক্ষা হয়নি। দু’দিন পরে মৃত্যু হয় তার। পরে পুলিশ গ্রেফতার করে ঝাঁজগেকে।

উল্লেখ্য, চলতি আইপিএল শুরুর আগে নেতৃত্ব বদল আসে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। বহু নাটকীয়তার পর দীর্ঘদিনের নেতা রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। ফ্র্যাঞ্চাইজিটির এমন সিদ্ধান্ত মানতে পারেননি রোহিত তথা মুম্বাই ফ্যানরা। এ ঘটনায় অনেকেই দায় দেখছেন হার্দিকেরও।

এনএইচ