tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৪, ১৬:২৩ পিএম

আইরিশদের উড়িয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের


bang_20241127_160549544

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল দুই দল। মিরপুরে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল।


শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয়েছে ৯৮ রানেই। ফলে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।

রান বিবেচনায় এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয় পেল বাঘিনীরা। ১৫৪ রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

২৫২ রানের লক্ষ্য দেয়ার পর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারেই দুই উইকেটের দেখা পায় বাংলাদেশ। মারুফা আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে গ্যাবি লুইস আউট হওয়ার পর রান আউট হন অ্যামি হান্টার।

দলীয় ১০ রানেই ২ উইকেট হারানো আয়ারল্যান্ড এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের তোপের মুখে পড়ে সুবিধা করে ওঠতে পারেনি সফরকারী ব্যাটাররা। ফলে ৯৮ রানেই অল আউট হলে ১৫৪ রানের বড় জয় পায় টাইগ্রেসরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন মিলে উদ্বোধনী জুটিতেই তোলেন ৫৯ রান। ৩৮ রান করে মুর্শিদা আউট হলেও ফারজানা পেয়েছেন ফিফটির দেখা। টাইগার এই ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬৮ রান করে।

আউট হওয়ার আগে শারমিন আক্তারের সঙ্গে ১০৪ রানের বড় এক জুটি গড়েছিলেন ফারজানা। এ দুজনের জুটিতেই বড় সংগ্রহের দিকে এগিয়েছে বাংলাদেশ। দলীয় ১৬৩ রানে ফারজানা ফিরলেও সেঞ্চুরির পথে ছিলেন শারমিন। তবে শেষ পর্যন্ত শতকের দেখা পাননি তিনি। ব্যক্তিগত ৯৬ রানে তিনি আউট হন। এর আগে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শারমিনের ৯৬ রানের ইনিংসের সুবাদেই ৪ উইকেটে ২৫২ রানের দেখা পেয়েছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এটি। এর আগে এ রেকর্ড ছিল ২৫০ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে গত বছরের ডিসেম্বরে ২৫০ রান করেছিল টাইগ্রেসরা।

এনএইচ