ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
Share on:
ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আন্সা নিউজ এজেন্সি জানিয়েছে, এখনও দুজন নিখোঁজ রয়েছে।
শনিবার (১১ জুন) টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকা এবং খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া যায়।
দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ৭জন আরোহি ছিল। হেলিকপ্টারে ৪ তুর্কি ব্যবসায়ী, ২ জন লেবানিজ ও ১ জন ইতালীয় পাইলট।
অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার (৯ জুন) তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল।
প্রথমে ৫ জনের পরে বাকি ২ জন লাশ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বিধ্বস্তের কারণ এখনও জানা না গেলেও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এইচএন