শেখ হাসিনাসহ ১৭৮ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা
Share on:
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সালমান এফ রহমানসহ ১৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চত করেছেন নিহত সোহাগের ভাই মামালার বাদি মো. বিল্লাল।
এজহারে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমিন্ত্রী জুনাইদ আহদের পলক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর নামও উল্লেখ করা হয়েছে।
এজহারে মো. বিল্লাল জানান, ছাত্র জনতার আন্দোলনকে দমন করর উদ্দেশ্যে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে আসামিরা অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে গুলি করে। এ সময় আমার ছোট ভাই সোহাগ মিয়াকে হত্যা করা হয়।
এনএইচ