tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২২, ২১:৪৬ পিএম

২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী


নাবিক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন এবং শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

পাঁচ বাংলাদেশীর পোস্ট করা ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঘটনা ও তাদের অবস্থান জানতে তাদের বক্তব্য যাচাই-বাছাই করছে। বাংলাদেশ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায়।

এর আগে শুক্রবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ জন ক্রুকে রোমানিয়ায় আনার চেষ্টা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, পোল্যান্ডে এখন প্রায় ৬০০ বাংলাদেশী রয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার রুশ রকেট হামলায় এ জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার অনুরোধসহ রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর +৭ ৪৯৫৪৯৮-৪৬, ৭ ৪৯৫৪৯৮-৪২-১১, ৭ ৪৯৫৪৯৮-৪১-০৯।

এমআই