tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটিও নেই


image_26894_1695875660

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটিও নেই।


টাইমস হায়ার এডুকেশনের ২০২৪ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে এ চিত্র উঠে এসেছে।

সেরা ৮০০টির মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকলেও প্রতিবেশী ভারতের ২৪টি ও পাকিস্তানের আটটি রয়েছে। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট নয়টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের চার বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। এছাড়া ১২০১ থেকে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

এমবি