গাজায় ‘ভয়ানক’ পরিস্থিতির জন্য ইসরাইলকে দায়ী করে যা বলল জাতিসংঘ
Share on:
অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যাওয়াকে একটি ‘ভয়ানক বিষয়’ উল্লেখ করে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করা উচিত।
গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজারে পৌঁছার বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এ কথা বলেন।
তিনি এ সময় জোর দিয়ে বলেছেন, আজ সারা বিশ্বের জন্য এটি একটি তিক্ত ও বেদনাদায়ক ঘটনা। এ অকল্পনীয় পরিস্থিতির জন্য দায়ী মূলত শিশু-হত্যাকারী ইসরাইলের যুদ্ধংদেহী মনোভাব ও মানবতা বিরোধী কর্মকাণ্ড। এতে কোনো সন্দেহ নেই যে, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করা এবং তাদের হত্যা করা যুদ্ধাপরাধী ইসরাইলের জন্য যুদ্ধের বিজয় নয় এবং কোনো সাফল্যও নয়। তবে এ নৃশংস হত্যাকাণ্ড ও নজিরবিহীন অপরাধযজ্ঞ দখলদার ইসরাইল ও তার সমর্থক পাশ্চাত্য বিশ্বের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে তা কখনো মুছে যাবে না।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন।
এমএইচ