tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৮ পিএম

নিকোলস-ব্লান্ডেলে এগোচ্ছে নিউজিল্যান্ড


nicoles

নাসুমকে কাট করে মারা ব্লান্ডেলের চারে এসেছিল ফিফটি জুটি। মেহেদীকে কাট করে মারা ব্লান্ডেলের চারে ১০০ পেরোল নিউজিল্যান্ড।


৭১ বলে এসেছিল প্রথম ৫০, পরের ৫০ এল ৫০ বলেই। দুই স্পিনারের বিপক্ষে পায়ের ব্যবহার দারুণভাবে করছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান।

দ্রুত ৩ উইকেট পরার পর উইকেটে এসে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করছেন হেনরি নিকোলস। ইতোমধ্যেই টম বান্ডেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান পূর্ণ করেছেন। গত ম্যাচেও টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর দলের হাল ধরেছিলেন নিকোলসও। আজও তার ব্যাটে ভর দিয়ে খাদের কিনারা থেকে উঠার চেষ্টা করছে কিউইরা।

বাংলাদেশের হয়ে ১৪৬তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। তার অভিষেক বলেই স্কয়ার লেগে চারের বাউন্ডারি খেলেন চ্যাড বোয়েস। এরপর দুটো বল ডট। খালেদের চতুর্থ বলে আবারও লেগে খেলতে যান বোয়েস, তবে ব্যাটের মাঝে লেগে সেটি শর্ট লেগে উড়ে যায়। সেখানে থাকা তাওহীদ হৃদয়ের ক্যাচটি ধরতে কোনো অসুবিধাই হয়নি।

৩৬ রানে তৃতীয় উইকেটের পতন হয়েছে কিউইদের। তিনটি চারের বাউন্ডারিতে বোয়েস ১৪ রান করেন।

এমবি