tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৭ জুন ২০২৩, ০৯:৩০ এএম

সৌদি আরবে ৮৮৭৯২ হজযাত্রী পৌঁছেছেন


8

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।


সৌদি আরবে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭৮ হাজার ৯৯৪ জন হজযাত্রী গেছেন। এর মধ্যে ২০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ২৩ হাজার ৮০৫ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ১৫ হাজার চারটি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে।

চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এন