ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের সিকিম
Share on:
এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের সিকিম। আজ সোমবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। এতে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।
ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।
এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসাম রাজ্যে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।
সপ্তাহ খানেক আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। সাত দিন পরও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমআই