tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০১ পিএম

ইউক্রেনে ফের গণকবরের সন্ধান, ৪৪০ মরদেহ উদ্ধার


6544

ইউক্রেনের ইজিয়ামের একটি পাইন বনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ৪৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইজিয়াম এপ্রিলে দখল করে নিয়েছিলো রাশিয়া। শহরটিকে তারা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো।

স্থানীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহের বেশিরভাগই বেসামরিক নাগরিকের। সেখানে আরও মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবর উদ্ধার হলো।

তিনি বলেন, বিশ্বের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে চাই। সকলে দেখুক, রাশিয়া কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এই হত‌্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।

এন