tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ অগাস্ট ২০২৩, ১৮:৪১ পিএম

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাব: হানিফ


৪

বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করার হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘তারা (বিএনপি) আবার দেশকে পিছিয়ে দিতে চায়। তাই আমরা দেশকে বাঁচাতে শান্তি সমাবেশে করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’


শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হানিফ বলেন, ‘আমরা শান্তি সমাবেশ করছি। বিএনপি-জামায়াত আবার দেশকে অস্থিতিশীল করতে চায়। এমনকি বিদেশি বিভিন্ন সংস্থা বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি বলেছেন- আওয়ামী লীগ নাকি দেশের জনগণের বিরুদ্ধে কাজ করে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি আসলে হতাশাগ্রস্ত হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আপনাদের আন্দোলনে তরুণ যুবসমাজের সম্পৃক্ততা নেই। কারণ আপনারা বলেছেন- ‘টেক ব্যাক বাংলাদেশ’। দেশের যুবসমাজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চায়। তারা দেশকে আর পিছনে যেতে দিতে চায় না।’

তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব হতাশা নিয়ে ঘুরছেন। তিনি মিথ্যা আশা দিয়ে নেতাকর্মীদের দিয়ে আন্দোলনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তাই তাদের আন্দোলনও ব্যর্থ হয়েছে। আমি তাকে অনুরোধ জানাচ্ছি- আপনারা অনেক আন্দোলন করেছেন, এবার ঘরে ফিরে যান। আর যদি ষড়যন্ত্রের পায়তারা করেন, তাহলে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটা প্রতিহত করব।’

এদিকে, বিএনপিকে- ‘ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য সানজিদা খানম প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এমআই