সাকিবকে নিয়ে চিন্তিত বিসিবি
Share on:
বাংলাদেশের ক্রিকেটের তারকা অলরাউন্ডারকে নিয়ে এবারের আলোচনা তার চোট ও কম বোলিং করা। প্রশ্ন উঠেছে কানপুর টেস্টে সাকিবের একাদশে থাকা নিয়ে। যেই প্রশ্নের উত্তর দিতে এখন মাথা ঘামাতে হচ্ছে বিসিবিকে।
বাংলাদেশ ক্রিকেটে যত আলোচনা-সমালোচনা তার একটা সিংহভাগই সাকিব আল হাসানকে নিয়ে। চেন্নাই টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হারের পরও ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব।
কানপুর টেস্টে সাকিব সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিন সেই উত্তরে কৌশল অবলম্বন করলেও সাকিবকে নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচক হান্নান সরকার। সাকিবের কম বোলিংয়ে আসা প্রসঙ্গে ভিন্ন তথ্যও দিয়েছেন তিনি।
চেন্নাই টেস্টে মাত্র ২১ ওভার বোলিং করা ও কোনো উইকেট না পাওয়া সাকিবকে কানপুরে খেলাবে কিনা টিম ম্যানেজমেন্ট; এমন প্রশ্নে হান্নান বলেন, ‘সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়।
সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।’
হান্নান আরও বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে যেহেতু সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন খেলোয়াড়, সে যদি খেলতে না পারে, যদি মনে হয় সে বোলিং করতে পারবে না, তাহলে ব্যাটার হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই পারবে না করতে, তাহলে প্রেক্ষাপট ভিন্ন। সময় যেহেতু আছে। আমরা তাই দেখেশুনে সিদ্ধান্ত নেব।’
সাকিবের আঙুলে চোট নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি যা নিয়ে হান্নান বলেন, ‘সরাসরি এটাকে চোট বলতে পারবেন না। ছোট ছোট কিছু ব্যাপার থাকে। যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে অনুভব করতে পারেনি। বোলিং শুরু করার পর বুঝতে পেরেছে। সাকিবের হাতে চোট লেগেছে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেখানে চোট ছিল। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’
২৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে সাকিব আছেন কিনা; এমন প্রশ্নে হান্নান বলেন, ‘দল তৈরি করতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে সাকিব খেলবে। আর যদি মনে হয় এই মুহূর্তে সাকিব ছাড়া... সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে। সামনে আমাদের তিনটা টি-টোয়েন্টি রয়েছে। আমরা বিবেচনা করব সেটা।’
এসএম