tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১৫:১৯ পিএম

রক্তে রঞ্জিত গাজার নুসেইরাত ক্যাম্প, নিহত ১৭ ফিলিস্তিনি


dead

রাতের অন্ধকারে গাজার নুসেইরাত শিবিরে ভয়াবহ বোমা বর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এই তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ হারালেন ১৭ জন ফিলিস্তিনি। মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গভীর রাতে একের পর এক বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে গাজার বিভিন্ন ক্যাম্প। প্রথম বোমা হামলায় প্রাণ হান ১০ জন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে ৫জন একই পরিবারের সদস্য ছিলেন। এছাড়াও আহত হয়েছেন দ্বিগুণ সংখ্যক মানুষ। আশঙ্কা করা হচ্ছে, বোমা হামলার কারণে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন আরও অনেকে।

ঠিক এক ঘণ্টা পর, দ্বিতীয় বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরেকটি পরিবারের বাবা-মা ও তাদের সন্তান নিহত হন। নুসেইরাত ক্যাম্পে এমন ভয়াবহ হামলা এবারই প্রথম নয়। এর আগেও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ক্যাম্পেই।

এমএইচ