কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত অন্তত ৩
Share on:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতের সামরিক বাহিনীর বিশেষ শাখা ও জম্মু-কাশ্মির পুলিশের যৌথ অভিযানের সময় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশের কর্মকর্তারা বলেছেন, কাঠুয়া জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর বিশেষ অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। দুপুরের দিকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে। ঘটনাস্থলে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
কাশ্মিরের পুলিশের কর্মকর্তারা কাঠুয়া জেলার খান্দারা টপ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তারা বলেছেন, গোপন আস্তানায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলিবর্ষণ করায় সেখানে পাল্টা গুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় একটি সূত্র বলেছে, বন্দুকযুদ্ধের স্থানে ড্রোন উড়িয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু-কাশ্মিরে তিন দফার ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে, বুধবার সকালের দিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন। জম্মু-কাশ্মিরের আখনুর সেক্টরের কাছে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন তিনি।
বিএসএফ বলেছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জওয়ানরা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। ব্যাপক বৈরী এই দুই প্রতিবেশি দেশের মাঝে প্রায় ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। আন্তর্জাতিক এই সীমান্তে প্রায়ই উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
এনএইচ