tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২২, ১৫:৪৯ পিএম

কিয়েভে ১১৮৭ লাশ উদ্ধার


কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত এক হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিকের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।


শুক্রবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রি নেবিটভ টেলিভিশনের এক ভাষণে বলেন, শুধু বৃহস্পতিবার ২৮টি লাশ উত্তোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, বেশিরভাগ তথা এক হাজার ৮০টি লাশ কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় পাওয়া গেছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। এর পর ইউক্রেনের লাইসিচানস্ক এবং সেভেরোদোনেৎস্কের চারপাশে যুদ্ধ বিশেষভাবে ভারি ছিল। রুশ বাহিনী স্লোভিয়ানস্কের দিকে দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়েছে।

এমআই