tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৬ পিএম

তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে ভারত


371588_20231119_145501412

দশম ওভারে ম্যাক্সওয়েলের বলে উড়িয়ে মারতে গিয়ে ট্রাভিস হেডের ক্যাচে পরিণত হন রোহিত।


ব্যক্তিগত অর্ধশতক থেকে ৩ রান দূরে থাকতেই সাজঘরে ফিরতে হয় তাকে।

আউট হওয়ার আগে ৩১ বলে ৪ চার আর ৩ ছয়ে করেছেন ৪৭ রান। অধিনায়ক ফেরার ক্রিজে আসেন শ্রেয়াস আইয়্যার।

দীর্ঘ দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে । একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে মাঠে নেমেছে আসরের সেরা দুই দল।

বিশ্বমঞ্চে এই মহারণে টানা দশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

এরপর ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা। ধীরে ধীরে অজি বোলারদের উপর চড়াও হতে শুরু করেছিলেন রোহিত শর্মা। তবে পঞ্চম ওভারেই শুভমান গিল ফিরে গেছেন মিচেল স্টার্কের বলে ক্যাচ তুলে দিয়ে।

এরপর দশম ওভারে ম্যাক্সওয়েলের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারের দ্বিতীয় বলেই আউট হয়েছেন শ্রেয়াস আইয়্যার।

টসে হেরে ব্যাট করতে নেমে আজ ভারতের হয়ে সূচনাটা ভালোই করেছিলেন ওপেনার এবং অধিনায়ক রোহিত। স্ট্রাইকার প্রান্ত থেকে তিনি চড়াও হতে শুরু করেছিলেন অজি বোলারদের উপর।

ফলে দ্রুত রান উঠতে শুরু করেছিল ভারতের স্কোরবোর্ডে। তবে রান তলার এ ধারায় বাঁধা পড়ে গিল আউট হলে।

চতুর্থ ওভারে স্টার্কের বলে উড়িয়ে মারতে গিয়ে অ্যাডাম জাম্পার মুঠোবন্দী হন গিল। ফলে ৭ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে রোহিতের সঙ্গী হন বিরাট কোহলি।

এ দুজন মিলে দ্রুতই সফল একটি জুটির দিকে এগোচ্ছিলেন। রোহিতের মারকুটে ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে ৩২ বলেই স্কোরবোর্ডে ওঠে ৪৬ রান। তবে এরপরই আবারো আঘাত হানে অস্ট্রেলিয়া।

তবে সবশেষ দি ম্যাচেই শতক হাঁকানো আইয়্যারও আজ দলের হাল ধরতে পারেননি। পরের ওভারের দ্বিতীয় বলেই তিনিও ফিরে যান কট বিহাইন্ড হয়ে। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক জশ ইংলিশের গ্লাভসবন্দী হয়ে ৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান।