মঙ্গলবার রাজধানীতে কখন কোথায় লোডশেডিং
Share on:
বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের চার বিদ্যুৎ বিতরণ কোম্পানি কোন এলাকায় কখন লোডশেডিং তার সম্ভাব্য তালিকা তৈরি করেছে।
সরকার দেশে জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি।
গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। ডিসেম্বরে এসে লোডশেডিং অনেকটাই কমে এলেও এখনো লোডশেডিং হচ্ছে কোনো কোনো এলাকায়।
ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার মাঝে ডিপিডিসি বলেন, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ডিপিডিসির ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। অপরদিকে ঢাকার আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো তাদের এলাকায় কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। গুলশান, বনানীসহ বেশকিছু এলাকায় আজ ২ ঘণ্টা করে লোডশেডিং হতে পারে।
আজকের সম্ভাব্য লোডশেডিং জানতে ক্লিক করুন।
এন