tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৩, ১৯:৫৯ পিএম

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৩১


10

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩০ যাত্রী।


বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।

দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানান, একটি এয়ারকন্ডিশন কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়।

ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে বলেও জানান তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতের মধ্যে ৩ শিশু রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৬ মাস।

উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, ফেরিটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, ফিলিপাইনে প্রায় ৮ হাজার দ্বীপ রয়েছে। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনো অনেক পুরোনো ফেরি ব্যবহার করা হয়।

এন