আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২৩, ১৬:৫২ পিএম
ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইরানের
Share on:
ইসরায়েলের অপরাধযজ্ঞ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের নীরবতার নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এখন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেম আল কুদস মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে এবং তা বিশ্বের যে কোনো জাতি ও ধর্ম নির্বিশেষে অধিকার-প্রত্যাশী নিপীড়িত এবং স্বাধীনতাকামীদের প্রতিনিধিত্ব করে।
ইসরায়েলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে ইরান। সূত্র: পার্সটুডে
এমআই