tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৩, ১৬:২৩ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের উড়ন্ত সূচনা


৬

বিশ্বকাপে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। ভারত মিশনে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তারা। যেখানে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু করেছে লঙ্কানরা।


২১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১২১ রান। ৫৪ রান নিয়ে উইকেটে আছেন পেরেরা। অপর অপরাজিত ব্যাটার নিশাঙ্কার সংগ্রহ ৫৭ রান।

সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। দুজনই আক্রমণাত্মক ব্যাটিং করছেন। এই জুটির ভয়-ডরহীন ব্যাটিংয়ের কাছে নতুন বলে পাত্তাই পাননি মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা।

প্রথম পাওয়ার প্লেতে কোনো সাফল্যের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে লঙ্কানরা।

চলমান বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের তৃতীয় রাউন্ডের খেলা চলছে। এখন পর্যন্ত আসরে কোনো জয়ের দেখা না পাওয়া তিন দলের দুটি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আর তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে মূল্যবান দুই পয়েন্ট পেতে চাইবে দুই দলই।

এমআই