tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৩, ০৯:২৯ এএম

মাদাগাস্কারে নৌকাডুবি, নিহত ২২


Migrant-boat-sinks

পূর্ব আফ্রিকান দেশ মাদাগাস্কারের আনকাজোমবোরোনা সমুদ্রে একটি নৌকা ডুবে ২২ জনের প্রাণহানি ঘটেছে।


সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টা করার সময় ওই নৌকাটি ডুবে ২২ জনের মৃত্যু হয়। মায়োত দ্বীপ হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ।

মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানায়, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহী নিয়ে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।

সংস্থাটি আরও জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।

দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেফতার এড়াতে পালিয়ে গেছেন।

এন