tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৮ অগাস্ট ২০২৪, ১২:০৭ পিএম

অস্ট্রেলিয়ায় ফাইনালে বাংলাদেশ এইচপি


image-839577-1723960374

অস্ট্রেলিয়ার ডারউইনে চলা ৯ দলের টুর্নামেন্ট টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ এইচপি। প্রথম সেমিফাইনালে নর্দান টেরিটরির বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।


অপর সেমিফাইনালে পাকিস্তান এ দলকে হারিয়ে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। আজ দুপুর সাড়ে ১২টায় ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৩৮ রানের পুঁজি দাঁড় করায় আকবর আলীর দল। দলের হয়ে ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন শামীম হোসেন। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ২২ রান। বাংলাদেশকে সেমিফাইনালে তোলা মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে খেলার নিয়ন্ত্রণ নেয় এইচপির বোলাররা। দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নর্দান টেরিটরি।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৭ রানে থামে টেরিটরির ইনিংস। ২১ রানের জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ এইচপি। বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ উইকেট শিকার করেছেন রিপন মণ্ডল।

এসএম