tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩১ পিএম

অনুমোদনহীন ফ্রিকোয়েন্সি-বেতার যন্ত্রে অবৈধ ব্যবসা : গ্রেপ্তার ১


detention1-20240202152347

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে বিটিআরসির অনুমোদনহীন ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতার যন্ত্র সামগ্রীসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে র‌্যাব-১০ ও বিটিআরসির সমন্বয়ে যৌথ দল রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ মাদারটেক সরকারপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

অভিযানে বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন করে অবৈধ ব্যবসা পরিচালনা করার অপরাধে মিজানুর রহমান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

rab-arrest-20240202152316

তিনি গাজীপুরের গাছা উপজেলার দক্ষিণ কলমেশ্বরের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

এসময় তার কাছ থেকে ২৮টি বিভিন্ন মডেলের সেটআপ বক্স, একটি ইনকোডার, একটি রিসিভার, একটি মডুলেটর, দুটি এন্টিনা ও তিনটি এলএনবি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মিজান বেশ কিছুদিন ধরে বিটিআরসির অনুমোদন ছাড়াই ফ্রিকোয়েন্সি ও বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন করে বিদেশি স্যাটেলাইট থেকে বিদেশি বিভিন্ন চ্যানেল ডাউনলিঙ্ক করে গ্রাহকের কাছে বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএইচ