tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৪ জুন ২০২৩, ২০:৫৩ পিএম

নন-ক্যাডার পদে নিয়োগে নতুন বিধিমালা জারি


৭

নন-ক্যাডার পদে নিয়োগের জন্য নতুন বিধিমালা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে নন ক্যাডারে নিয়োগ প্রত্যাশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে।


প্রজ্ঞাপনে বলা হয়, এই বিধিমালা কার্যকর হওয়ার আগে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ যেসব বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে সুপারিশের বিষয়ে উল্লেখ ছিল কিন্তু নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ ছিল না, সেসব বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক (বিসিএসওয়ারী) নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ করে কমিশনকে অনুরোধ করা সাপেক্ষে এই বিধির অধীন প্রদত্ত সুবিধাদি প্রযোজ্য হবে।

আগে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে কতজন নিয়োগ হবে তার সঠিক সংখ্যা উল্লেখ করা হলেও নন-ক্যাডার পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা বলা হতো না। নতুন বিধিমালায় ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের বিবরণ ও পদ সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা হবে।

জানা গেছে, গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। নন ক্যাডার বিধিমালার গেজেট প্রকাশের পর নিয়োগ দেওয়া হবে- এ কথা বলে এক বছর ধরে আটকে ছিল নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ।

চাকরি-প্রার্থীরা জানান, ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০২০ সালের ৪ জানুয়ারি হয় লিখিত পরীক্ষা। এরপর করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকে কার্যক্রম। দীর্ঘদিন স্থগিত থাকার পর গতবছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, এক মাসের মধ্যে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করার কথা থাকলেও ৪০তম বিসিএসে তা হয়নি।

সাড়ে ৫ বছরের বেশি অতিবাহিত হলেও এই বিসিএসের নন ক্যাডারে নিয়োগের সুপারিশ না পাওয়ায় বিপাকে ছিল ৬ হাজারের বেশি প্রার্থী। নন ক্যাডার বিধিমালা প্রকাশ করায় এখন চাকরি প্রত্যাশীদের আশা পূরণ হবে। শিগগিরই নন-ক্যাডার পদে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন।

জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে গতকাল মঙ্গলবার (১৩ জুন) বিধিমালা পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। সেখান থেকে আজ দুপুরে বিধিমালা পাঠানো হয় বিজি প্রেসে। বিকেল ৪টার দিকে এই বিধিমালাটি গেজেট আকারে অনলাইনে আপলোড করার কথা।

উল্লেখ্য, বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে ২০১০ সালের বিধি ২০১৪ সালে সংশোধন করা হয়। বিধিতে বলা ছিল, বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি। এ জন্য সরকার বিধি সংশোধন করে ৩৪তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার নিয়োগের বৈধতা দিয়েছিল। এখন নতুন বিধিমালায় একইভাবে ৩৫তম থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের বৈধতা দেওয়া হলো।

এমআই