tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১১:৩০ এএম

যুক্তরাষ্ট্র একটা ‘মিথ্যার সাম্রাজ্য’: ইরান


image-817854-1718687522

যুক্তরাষ্ট্রকে ‘মিথ্যার সাম্রাজ্য’বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।


সোমবার ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি।

তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে ঈদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নাসের কানানি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন, জো বাইডেনের দেশ গাজায় শাসকগোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের অন্যতম অস্ত্র সরবরাহকারী। ইসরাইল হামাসের কাছে যে তিন-পর্যায়ের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে, গাজায় সহিংসতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে এটাই সর্বোত্তম উপায়।

এর আগে গত ৩১ মে জো বাইডেন ঘোষণা করেছিলেন যে, ইসরাইল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দিদের বিনিময়ের জন্য একটি নতুন প্রস্তাব করেছে, যা কাতারের মাধ্যমে হামাসের কাছে পেশ করা হয়েছিল।

নাসের কানানি ইসরাইল ও হামাসকে এই সুযোগ হাতছাড়া না করে এই প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।

সূত্র- মেহের নিউজ।

এসএম