tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৪, ২০:৩৭ পিএম

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ


c0837131720cb5116cc80885d46e414f4305b56672c02ec9

সাত কলেজ, স্বতন্ত্র কলেজসহ নানা দাবিতে সম্প্রতি শিক্ষার্থীরা দফায় দফায় সড়কে নেমেছেন। তবে তাদের সব দাবি নিয়মমাফিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।


বুধবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা মাহফুজ বলেন, শিক্ষার্থীদের অনেক ধরনের দাবি দাওয়া আছে। তবে কোনো ধরনের উসকানি বা নেতিবাচক কিছুতে প্রভাবিত না হয়ে আপনারা সরকারর সঙ্গে আলোচনায় আসুন। সরকারের দরজা আলোচনার জন্য উন্মুক্ত।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনভোগান্তির সৃষ্টি করে রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি কতটা যৌক্তিক সেটা ভেবে দেখা হচ্ছে।

এছাড়া যেসব কারখানার অর্ডার নেই, চালানোর মতো সক্ষমতা নেই সেসব কারখানার বিষয়ে মূল্যায়ন করে সরকার সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলেও জানান তিনি। তবে এক্ষেত্রে শ্রমিকদের যথাযথ বেতন ও ভাতা পরিশোধ করা হবে বলে জানান আসিফ মাহমুদ।  

এসএম