সিইসিকে পদত্যাগে বাধ্য করা হবে: চরমোনাই পীর
Share on:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সুস্থ নন। দেশের মানুষ তাকে সুস্থ মনে করেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিমকে উদ্দেশ্য করে সিইসি বলেছেন, তিনি কি ইন্তেকাল করেছেন নাকি। এটি বলার মাধ্যমে প্রমাণিত সিইসি অসুস্থ। তাই অসুস্থ কেউ নির্বাচন কমিশনের প্রধান হতে পারেন না।
বুধবার (২১ জুন) প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশনকে ব্যর্থ ঘোষণা করে নির্বাচন কমিশন বাতিলের দাবিতে বায়তুল মোকাররম থেকে গণমিছিল শুরুর আগে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, এ সিইসিকে পদত্যাগ করতেই হবে। যদি না করেন, তবে পদত্যাগে যা যা করা দরকার, তা জনগণকে সঙ্গে নিয়ে করা হবে। আওয়ামী লীগকে নতুন করে সরকার গঠন ও দেশ পরিচালনা আর করতে দেওয়া হবে না। এটা আর কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
দুঃখ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সিটি নির্বাচনে সরকার, আওয়ামী লীগ ও পুলিশ মিলে ভোট কারচুপি করল। এতে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। বর্তমান সরকার বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না। এ সরকারকে পদত্যাগ করিয়ে আমাদেরই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কায়েম করতে হবে।
তিনি বলেন, ১৯৭০-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান যখন নির্বাচিত হলেন, তখন আইয়ুব খান নির্বাচনী ফলাফল মানেননি। শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করেননি। শেখ মুজিবকে ক্ষমতায় বসাতে জনগণ কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছিলেন। সেই আওয়ামী লীগ সেই নীতি-আদর্শে আর নেই। আওয়ামী লীগকে নতুন করে সরকার গঠন ও দেশ পরিচালনা আর করতে দেওয়া হবে না। এটা হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সরকার পরিবর্তনে আমরা নির্বাচনকালীন জাতীয় সরকার দাবি করেছি। অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্দলীয় সরকারের দাবি করছে। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না, সেটা এখন সবাই বলছেন যা প্রমাণিতও।
আজ দেশের অবস্থা ভয়াবহ দাবি করে মুফতী বলেন, দেশের মানুষ কিন্তু অশান্তির আগুনে সর্বত্র দাউদাউ করে জ্বলছেন। জনগণ তো কারেন্টের বিল বকেয়া রাখেননি। তাহলে সেই টাকা কোথায় গেল? আমরা দেখি সরকার ও তার সন্ত্রাসীরা জনগণের ঘাম ঝরানো টাকা বিদেশে পাচার করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে মুফতী আরও বলেন, আপনারা জনগণের জন্য, সরকারের নন। দলীয় সরকার বা দলীয়করণের জন্য দায়িত্ব নেননি। বাংলাদেশের মানুষের শান্তির জন্য আপনারা দায়িত্ব পালন করবেন। আসেন দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে কাজ করি, আপনাদের প্রতি সেই ভূমিকা পালনের আমাদের আহ্বান।
দেশে যে রাজনৈতিক সঙ্কট চলছে আমরা সবাই একত্রিত হই। সিইসির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ি। সিইসি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
এমআই