প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য ক্ষমতায় থাকা: রিজভী
Share on:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য ক্ষমতায় থাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য ক্ষমতায় থাকা।
আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিশ্বের নাগরিকরা, সুশীল সমাজ, জাতিসংঘ কে, কী বলল- এতে তার (প্রধানমন্ত্রীর) কিছু যায়-আসে না।
তার মূল লক্ষ্য, তাকে ক্ষমতায় থাকতে হবে। আর ক্ষমতায় টিকে থাকার জন্য খালেদা জিয়াকে পথের বাধা মনে করেন তিনি।
তিনি বলেন, আইনমন্ত্রী আইনি প্রক্রিয়ার কথা বলেন, যার হাতে ক্ষমতা-বন্দুক, সেই বলে আইনি প্রক্রিয়ার কথা। যে বিবেকবান, গণতন্ত্রে বিশ্বাসী সেই চায় নিরপেক্ষ আইনের চর্চা।
যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তিনি অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না- এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। প্রধানমন্ত্রীর মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই।
এইচএন