ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
Share on:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
আজ বুধবার (১১ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট হয়েছে।
কুমিল্লাগামী মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম বলেন, "মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাস স্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাবো।"
তিনি বলেন, "প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্র্যাফিক আইন না মানায় যানজট কমছে না।"
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন জানান, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, "আমরা যানজট নিরসনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"
এফএইচ