tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮ পিএম

তুরস্ক সফরে গেলেন কাতারের আমির


00

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তুরস্ক সফরে গেলেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন তিনি।


তুরস্ক ও সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এই প্রথম কোনো দেশের রাষ্ট্র প্রধান তুরস্ক সফরে গেলেন। কাতারের আমিরের সঙ্গে একটি প্রতিনিধি দল রয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে দোহা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন কাতারের আমির। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে আল-জাজিরা।

টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, ইস্তাম্বুলের ভাদেত্তিন প্রাসাদে আল থানিকে স্বাগত জানাচ্ছেন এরদোয়ান।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা ইতোমধ্যে ৩০ হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে তুরস্ক থেকে উদ্ধার হয়েছে ২০ হাজারেরও বেশি মরদেহ। দেশটিতে আহতও হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।

এন