tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২১ জুন ২০২৪, ০৮:২০ এএম

শান্ত-লিটনের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিলো বাংলাদেশ


untitled-1-20240621070833

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করছে নাজমুল হোসেন শান্তর দল।


এখনও পর্যন্ত ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬ টায়। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা খুব একটা দীর্ঘ হয়নি। তারপরও মিনিট পাঁচেকের এই বৃষ্টিতে টসে বিলম্ব হয়েছে। ১৫ মিনিট দেরিতে টস হলেও ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসেনি।

গ্রুপ পর্বের কোনো ম্যাচেই উদ্বোধনী জুটিতে দুই অঙ্ক ছুঁতে পারেনি বাংলাদেশ। আজও হয়নি। ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন তানজিদ হাসান তামিম। তৃতীয় বলটি স্টাম্পের ওপর ফুললেংথে করেছিলেন মিচেল স্টার্ক। সেখানে সময়মতো ব্যাট নামাতে পারেননি তানজিদ তামিম, ব্যাটের নিচের অংশে লেগে বল ঢুকেছে স্টাম্পে। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। টানা দুই ইনিংসে খেলেন ডাক।

তানজিদ তামিমের বিদায়ের পর তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আসরজুড়ে রান খরায় ভোগা শান্ত আজ শুরু থেকেই সাবলীল ছিলেন। লিটন ধীরগতির শুরু করলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ দুজনের দৃঢ়তায় পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ।

এনএইচ