tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ১৪:৫৮ পিএম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ টাইগারদের


টাইগার

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। এখন প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ টাইগারদের সামনে।


শনিবার (৫ মার্চ) দুপুর ৩টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এই ম্যাচটি জিতলে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার পাশাপাশি, আইসিসি টি-টোয়েন্টি ‍র‌্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকাবে টাইগাররা।

সর্বশেষ আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিং অনুযায়ী, এ ফরম্যাটে ২৩২ রেটিং নিয়ে ৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। রেটিং ২৩১ পয়েন্ট নিয়ে নবম অবস্থান বাংলাদেশের।

চলমান সিরিজটি ২-০ ব্যবধানে জিতলে ২৩২ রেটিং নিয়ে আফগানিস্তানের আট নম্বরে জায়গাটি দখল করবে বাংলাদেশ।

অন্যদিকে, আফগানিস্তান হারাবে দুই রেটিং পয়েন্ট। তারা ২৩০ রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নেমে যাবে দশ নম্বরে। আর শ্রীলঙ্কা ২৩০ রেটিং নিয়েই উঠে যাবে নয় নম্বরে।

তবে, আফগানিস্তান যদি শনিবারের ম্যাচটি হেরে যায় তাহলে রেটিং কমে হবে ২২৯ পয়েন্ট। সেক্ষেত্রে শ্রীলঙ্কার চেয়ে নিচে দশ নম্বরে নেমে যাবে টাইগাররা। আর ২৩৫ রেটিং নিয়ে ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে সাত নম্বরে উঠে যাবে আফগানিস্তান । তাই টাইগারদের জন্য শেষ ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ ।

এমআই