tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ অগাস্ট ২০২৩, ০৯:০১ এএম

উগান্ডায় নৌকাডুবি, নিহত ২০


0

উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন।


বুধবার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে নৌকাডুবিতে ২০ জন নিহত হয়েছে এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

দেশটির পুলিশ জানিয়েছে, ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

আল জাজিরা জানায়, ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল), যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান।

প্রসঙ্গত, ডিম্বাকৃতির এই হ্রদে বছরের পর বছর ধরে অনেক নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য প্রায় সময়ই অতিরিক্ত আরোহী নেওয়া এবং খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে থাকে।

এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জন মারা গিয়েছিলেন। উগান্ডার পুলিশ সেই সময় বলেছিল, দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৯০ জনেরও বেশি আরোহী ছিল।

এন