tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২৩, ১৪:১০ পিএম

বিএনপির সঙ্গে সংলাপ নয়: কাদের


kkk-20231102133836

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তাদের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।’

তিনি বলেন, ‘তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সাথে কোনো সংলাপ...।’

তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করবো?

কাদের বলেন, তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে তারা সংলাপে যাবে না।

তিনি বলেন, তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা এবং পুলিশ সদস্যকে হামলা করে মেরে ফেলায় তারা জনবিছিন্ন হয়ে গেছে।

এনএইচ