tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৯ পিএম

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, বছরের সর্বোচ্চ রোগী ভর্তি


369515908_1484449115686563_5145880279491020506_n-ecaefbe4d4329d37cd885ad11441c14f
হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এই বছর একদিনে সর্বাধিক রোগী।


এই সময়ের মধ্যে মারা গেছেন ৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ২১৩ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৩৯৯ জন, বাকি ৮০৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

এনএইচ