সিরাজগঞ্জ জেলা আমীর গ্রেফতার, জামায়াতের তীব্র নিন্দা-প্রতিবাদ
Share on:
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব শাহিনুর আলমকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বুধবার (২৬ এপ্রিল) এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে থেকে জনাব শাহিনুর আলমকে সদর থানা পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো ওয়ারেন্ট ছিল না। সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, বর্তমান জালেম সরকারের কাছে দেশের কোনো মানুষই নিরাপদ নয়। গুম, খুন, হয়রানি ও গ্রেফতার যেন সরকারের রুটিনওয়ার্কে পরিণত হয়েছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, গ্রেফতার করে এবং হামলা-মামলা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন দমন করা যাবে না।
মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব শাহিনুর আলমসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এন