tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১১ জানুয়ারী ২০২৩, ১৯:০৬ পিএম

প্রথম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল


র

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম অংশের খেলা শেষ হয়েছে। চারদিনে মোট আটটি ম্যাচ দিয়ে শেষ হল এ অংশের খেলা। প্রথম পর্বে সবচেয়ে বেশি চারটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। আশ্চর্যজনকভাবে চার ম্যাচেই জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।


প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে উড়িয়ে দাপুটে শুরুর পর হাইভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারায় সিলেট। এরপর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে মাশরাফি বাহিনী। সবশেষ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে জয়ে চারে চার সিলেটের। আর এই জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি-মুশফিকের দল।

দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। কুমিল্লার বিপক্ষে ৩৪ রানের জয়ের পর সবশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে তারা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিবের ফরচুন বরিশাল। সিলেটের বিপক্ষে হেরে আসর শুরুর পর সবশেষ ম্যাচে রংপুরকে হারিয়েছে সাকিবরা।

তরুণ অনভিজ্ঞ দল নিয়ে প্রথম ম্যাচে চমক দেখিয়েছিল নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। তবে দ্বিতীয় ম্যাচে সিলেটের দেওয়া পাহাড়সম লক্ষ্য আর টপকাতে পারেনি তারা। বরিশাল ও ঢাকার সমান পয়েন্ট নিয়েও রান রেটের কারণে পাঁচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে দারুণ জয় পেয়েছে শুভাগত হোমের দল। আর দুই ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি খুলনা টাইগার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পয়েন্ট টেবিল দেখুন-

নর

এমআই