tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৪ অগাস্ট ২০২৩, ১০:২৫ এএম

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ২০ শিক্ষক-কর্মকর্তা


উচ্চ মাধ্যমিক

কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিতে ১১ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় যাবেন ২০ শিক্ষক-কর্মকর্তা। এদের মধ্যে ৩ জন কর্মকর্তা ও ১৭ জন শিক্ষক। আগামী ১২ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা এই প্রশিক্ষণ নেবেন।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সচিবের একান্ত সহকারী) মো. জাকির হোসেনের নেতৃত্বে এ দলটি দক্ষিণ কোরিয়ায় যাবেন।

এই দলে অন্য ২ জন কর্মকর্তা হলেন (মাউশি) অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. নেহার পারভীন, সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাস।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর দেওয়া এক চিঠিতে এ তথ্য জানায় (মাউশি) বিভাগের প্রশিক্ষণ শাখার উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন। গত ৩০ জুলাই এই চিঠিটি দেওয়া হয়। প্রশিক্ষণটিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সরকার এ সফরের খরচ বহন করবে না। আয়োজকরা ২০ শিক্ষক-কর্মকর্তার যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় সকল খরচ বহন করবে। সফরকালীন এই ১১ দিনই তাদের কর্মদিবস হিসেবে বিবেচিত হবে।

শিক্ষক-কর্মকর্তাদের এ দলটি প্রশিক্ষণ শেষে সফরে কী শিখলেন, তার উপর ১ টি বিস্তারিত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।

এন