tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৩, ১১:৫৮ এএম

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চিলি


1696483819.MoU-Signing-Foreign-Secretr
বাংলাদেশ-চিলিসমঝোতা স্মারকে সই করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সেক্রেটারি জেনারেল এম্বাসেডর অ্যালেক্স ওয়েজিগ আবদালে।

বাংলাদেশ ও চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক ফরেন অফিস কনসাল্টেশান দক্ষিণ আমেরিকার চিলির রাজধানী সান্টিয়াগোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে।


পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে অংশ নেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসাসহ অন্যান্য কর্মকর্তারা।

চিলির পক্ষে নেতৃত্ব দেন চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল এম্বাসাডর অ্যালেক্স ওয়েজিগ আবদালে এবং সংশ্লিষ্ট সিনিয়র কূটনীতিকরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় বিশেষ করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শক্তির রূপান্তর হিসেবে বিকল্প নবায়নযোগ্য শক্তি, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তিগত উৎকর্ষতা প্রভৃতি ক্ষেত্রে স্ব-স্ব রাষ্ট্রের অবস্থান ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন অভীষ্ট, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ও মানবাধিকার প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত বিষয় আলোচনায় প্রাধান্য পায়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিগত এক দশকে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে পররাষ্ট্র সচিব উল্লেখ করেন।

দারিদ্র বিমোচন ও বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন কিংবা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল এম্বাসেডর অ্যালেক্স বাংলাদেশ ও চিলির মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কার্যকর সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে চিলির পররাষ্ট্র মন্ত্রণালয় একমত পোষণ করে।

বাংলাদেশ ২০২১-২২ সালে চিলিতে ১৯২ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। বিগত ১০ বছরে চিলিতে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রতিবছর প্রায় ২০ শতাংশ হারে বেড়েছে। পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ার পাশাপাশি রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রথম ফরেন অফিস কনসাল্টেশানের দিনব্যাপী বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসাল্টেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চিলির সরকারের পক্ষে সই করেন সেক্রেটারি জেনারেল এম্বাসেডর অ্যালেক্স ওয়েজিগ আবদালে।

এদিন বিকেলে চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ও ভাইস-মিনিস্টার গ্লোরিয়া গঞ্জালেস এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভাইস-মিনিস্টার গ্লোরিয়া গঞ্জালেস বিগত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং বাণিজ্য-বিনিয়োগসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ফোরামে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

চিলির সমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

চিলি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে তরুণ কূটনৈতিকদের ডিপ্লোম্যাটিক ট্রেনিংয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারকের বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।

চিলির ফরেন সার্ভিস একাডেমি ‘আন্দ্রেজ বেলোতে’ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ে একটি বক্তৃতা দেন।

দক্ষিণ আমেরিকাতে দেশের একমাত্র কূটনৈতিক মিশন ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস চিলির সমবর্তী দায়িত্বপ্রাপ্ত।

এনএইচ