রাশিয়ার বাইরে সফরে যাচ্ছেন পুতিন
Share on:
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সরকারি সফরে দেশের বাইরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এই সফর। তিনি তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানসহ কয়েকটি দেশ সফর করবেন। তারপর দেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।
রুশিয়া ১ টেলিভিশন স্টেশনের ক্রেমলিন প্রতিনিধি পাভেন জারুবিন জানান, পুতিন তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন, তারপর মস্কোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সাথে সাক্ষাত করবেন।
তিনি বলেন, দুশানবেতে পুতিন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সাথে সাক্ষাত করবেন। এরপর আশগাবাতে তিনি ক্যাস্পিয়ান জাতিগুলোর শীর্ষ সম্মেলনে উপস্থিত হবেন। এতে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কেমেনিস্তানের নেতারা উপস্থিত থাকবেন।
পুতিন ৩০ জুলাই বেলারুশের গ্রোডনো নগরীতে যাবেন। সেখানে বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লূকাশেনকোর সাথে সাক্ষাত করবেন।
পুতিন গত ফেব্রুয়ারিতে শেষবারের মতো রাশিয়ার বাইরে গিয়েছিলেন। ওই সময় তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাত করেছিলেন। সূত্র : ডেইলি সাবাহ।
এইচএন