খেলা
প্রকাশনার সময়: ২০ জুলাই ২০২৩, ২০:৫৯ পিএম
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
Share on:
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ ফুটবল দল। ১৯২তম স্থান থেকে ১৮৯তম অবস্থানে উঠে এসেছে লাল সবুজের দল।
বৃহস্পতিবার (২০ জুলাই) হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা।
সবশেষ সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপপর্বে হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে হেরে গেলেও লড়াই করেছে বাংলাদেশ।
সাফে দুই ম্যাচ জয়ে র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। গত এপ্রিল থেকে র্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। সাফে দারুণ খেলায় ২.৯৪ রেটিং বেড়েছে জামাল ভূঁইয়াদের।
দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাফজয়ী ভারতের। তারা একধাপ এগিয়ে বর্তমানে ৯৯তম স্থানে আছে।
এন