tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১৬:২০ পিএম

টস হারতেই বিশ্বকাপ শেষ পাকিস্তানের


pakistan-toss-20231111155133 (1)

পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পরই।


কাগজে-কলমে যে সমীকরণ টিকে ছিল, তাতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আগে ব্যাটিং করতে হতো।

সমীকরণটা ছিল অনেকটা এমন, পাকিস্তান আগে ব্যাটিং করলে ইংল্যান্ডকে কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে হারাতে হবে। তাহলেই কেবল রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সেমিতে খেলার সম্ভাবনা ছিল।

কাজটা কঠিন হলেও একদম অসম্ভব ছিল না। কিন্তু পরে ব্যাটিং করলে যা সমীকরণ, সেটা আসলে অসম্ভব। কেননা তখন পাকিস্তানের সমীকরণ, ইংল্যান্ডকে ১০০ রানে অলআউট করলেও ৩ ওভারের মধ্যে সে রান চেজ করতে হবে।

কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ড (শনিবার) টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে। ফলে প্রথম সমীকরণ নয় (কমপক্ষে ২৮৭ রানে জয়), দ্বিতীয় সমীকরণ (৩ ওভারে ১০০ রান তাড়া) সামনে দাঁড়িয়েছে পাকিস্তানের। যা কিনা অসম্ভব।

সুতরাং, কাগজে-কলমে যা একটু সম্ভাবনা ছিল, সেটাও এক টসেই শেষ হয়ে গেছে পাকিস্তানের। বলা যায়, টস হারতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমদের। ম্যাচটা এখন কেবল আনুষ্ঠানিকতা।