tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০১ জুলাই ২০২৩, ১৭:১৫ পিএম

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫


22

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘সাগর নন্দিনী ২’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।


শনিবার (১ জুলাই) দুপুরে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সুগন্ধা নদীর পাড়ে অবস্থিত ডিপোতে তেল খালাসের জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে আসে ‘সাগর নন্দিনি ২’।

জাহাজটি নোঙ্গর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে পুরো জাহাজে আগুন লেগে যায়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, জাহাজটিতে মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে, ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজের আরও ৪ কর্মচারী।

এন