tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৭ মে ২০২২, ১০:৩৬ এএম

চিকিৎসা নিতে লন্ডন গেলেন তাসকিন


তাসকিন আহমেদ

বাংলাদেশ দলের ডানহাতি গতি তারকা তাসকিন আহমেদ কাঁধের চোটের ব্যাপারে ডাক্তারি পরামর্শ নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।


শুক্রবার ( ৬ মে ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রাজধানী ত্যাগ করেন। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাতের দিনক্ষণ ঠিক করা হয়েছে আগামী ১০ মে।তবে আপাতত সার্জারির প্রয়োজন পড়ছে না।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়তে পারে তাসকিনের। অন্যথায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারবেন তিনি। সব শেষ করে ১৫ মে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর গত এক মাস আর বোলিং করতে পারেননি তাসকিন। বর্তমানে কাঁধের চোট কিছুটা কমলেও একপ্রকার অস্বস্তি রয়ে গেছে।

তবে ভালো বিষয় হলো, পানি জমা কমে গেছে তার। তাই শিগগিরই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। তাসকিনের এক দিন আগে ইংল্যান্ড গেছেন তরুণ ডানহাতি পেসার অভিষেক দাস অরণ্য।

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক দীর্ঘদিন ধরেই ভুগছেন পিঠের সমস্যায়। তাই এবার ইংল্যান্ডে সার্জারি করানো হবে তার।

এইচএন