tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৯ অগাস্ট ২০২২, ১২:০৮ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এশিয়া কাপ নয় : সৌরভ গাঙ্গুলী


Sourav_Ganguly_

আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় দিনে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।


এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরেই টিভি চ্যানেলে টকশো থেকে শুরু করে চায়ের দোকানেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এশিয় কাপে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ভারত–পাকিস্তান ম্যাচটি এশিয়া কাপেরই একটা ম্যাচ। এই ম্যাচকেই এশিয়া কাপ মনে করার কোনো কারণ নেই। এটা আমার কাছে আর দশটি ম্যাচের মতোই।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী হিন্দুস্তান টাইমসকে আরও বলেন, আমরা যখন খেলতাম, তখন ভারত–পাকিস্তান ম্যাচকে অন্য ম্যাচের মতোই ভাবতাম। সব সময় টুর্নামেন্ট জিততে চাইতাম। এবার ভারত যথেষ্ট ভালো দল, তারা ভালো করছে। আমি আশা করি, এশিয়া কাপেও ভারতীয় দল তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে। যে কারণে ২০১২-১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত ভারত-পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মাঠের লড়াই দেখা যাচ্ছেনা এক দশক হলো।

এদিকে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এই টুর্নামেন্টের ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে আটটিতে জয় পেয়েছে ভারত। আর পাঁচটিতে হেরেছে। একটি ম্যাচে ফল হয়নি।

এইচএন