হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
Share on:
দিনাজপুরের হিলিতে বেড়েছে ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম
আমদানি ও সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, দুই দিনের ব্যবধানে কেজি প্রতি ৪-৫ টাকা বেড়েছে ।
হিলি বাজারে ভারত থেকে আমদানি করা নাসিক জোট জাতের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে দেশি জাতের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে পাইকারসহ সাধারণ ক্রেতাদের।
চলতি মাসে প্রথম দুই কর্মদিবসে ভারতীয় ৪৩ ট্রাকে ১ হাজার ২০৬ মেট্রিক টন পেঁয়াজ হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা পাইকার আজাদ বলেন, কাল কম দামে পেঁয়াজ কিনেছি। আজ হঠাৎ দাম বেড়েছে। দাম বাড়ার কারণে এখান থেকে পেঁয়াজ কিনে আড়তে পাঠাতে পারছি না।
ক্রেতা রুবেল জানান, বাজারে এসে দেখি ২৫ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩০ টাকা, ৩৬ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ৪০ টাকা।
বিক্রেতাদের অভিযোগ, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ জন্য দাম কিছুটা বেড়েছে। তবে কম দামে পাইলে কম দামে বিক্রি করবেন বলে তারা জানান।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, আগের আইপি দিয়ে আমরা পেঁয়াজ আমদানি করছি। সরকার আইপি দিলে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়বে। ভারতেই আমাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে যে কারণে একটু মূল্যবৃদ্ধি পেয়েছে। তবে আমদানি বাড়লে দাম কমে আসবে।
এমআই